CPU

CPU

  • CPU-এর পূর্ণরূপ Central Processing Unit.
  • কম্পিউটার হার্ডওয়্যার এর একটি অংশ হলো CPU বা মাইক্রোপ্রসেসর।
  • মাইক্রোপ্রসেসর হলো অত্যন্ত ছোট মাপের স্বল্প আয়তনবিশিষ্ট সিলিকন এর তৈরি হাজার হাজার ট্রানজিস্টর সন্নিবেশিত একটি যন্ত্রাংশ।
  • CPU কম্পিউটারের সকল কাজ নিয়ন্ত্রণ করে।
  • কম্পিউটারে প্রধান মেমোরি থাকে মাইক্রোপ্রসেসর এবং CPU এর মাঝখানে।
  • কম্পিউটারের মস্তিষ্ক হচ্ছে- CPU
  • CPU এর অংশ তিনটি। যথা:
    1. Arithmetic Logic Unit (ALU)
    2. Control Unit
    3. Register Memory
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি