মাইক্রো কম্পিউটার
মাইক্রোকম্পিউটার
- মাইক্রোকম্পিউটার সাধারণত একজন ব্যবহারকারী ব্যবহার করে থাকে বলে একে Personal Computer বা সংক্ষেপে PC বলে।
- মাইক্রোকম্পিউটার আবিষ্কারের ফলে স্বল্প মূল্যে কম্পিউটারের বাজারজাত শুরু হয়েছে।
- বিভিন্ন ধরনের মাইক্রোকম্পিউটার বা PC নিম্নরূপ:
- Desktop
- Laptop or Notebook
- Tablet PC or Tab
- Palmtop
- ১৯৮১ সালে এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।
- ল্যাপটপ হলো এক ধরনের ছোট কম্পিউটার।
- Palmtop কে পকেট PC বা PDA (Personal Digital Assistance) ও বলা হয়।
- PCMCIA Represents a standard for- Note book
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি