সুপার কম্পিউটার
সুপার কম্পিউটার
- সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার
- প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব করতে সক্ষম।
- বৈশিষ্ট্য: আকারে বড়, ক্ষমতা বেশি। অত্যন্ত দ্রুতগতিতে কাজ করতে পারে।
- ভারত পরম নামের সুপার কম্পিউটার তৈরি করেছে।
- বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার Frontier (USA)
- সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, জঙ্গি বিমান, মহাকাশ গবেষণা ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়।
- বাংলাদেশের কম্পিউটার কাউন্সিল ল্যাবে IBM RS/6000SP মডেলের একটি সুপার কম্পিউটার আছে।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি