Transistor, IC ও Microprocessor

Transistor

  • ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে জন বারডিন, উইলিয়াম শকলে ও ওয়াল্টার ব্রাটেইন ট্রানজিস্টর উদ্ভাবন করেন।
  • দুটি অর্ধপরিবাহী ডায়োডকে পাশাপাশি যুক্ত করে একটি অর্ধপরিবাহী ট্রায়োড তৈরি হয় যাকে ট্রানজিস্টর বলে।
  • ট্রানজিস্টর মূলত বিবর্ধক (অ্যামপ্লিফায়ার) হিসেবে কাজ করে।
  • ট্রানজিস্টর তৈরিতে সেমিকন্ডাকটর হিসেবে সিলিকন বা জার্মেনিয়াম ব্যবহার হয়।
  • বিশ্বের সবচেয়ে বেশি "সেমিকন্ডাক্টার" তৈরি হয়- চীনে।

IC

  • IC এর পূর্ণরূপ Integrated circuit.
  • ১৯৫৮ সালে রবার্ট নয়েস ও জ্যাক কিলবি সমন্বিত বর্তনী (IC) আবিষ্কার করেন।
  • IC তে অনেকগুলো ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপসিটর একত্রে সমন্বিত থাকে।

Microprocessor

  • ইন্টিগ্রেটেড সার্কিট (IC) প্রযুক্তির উত্তরোত্তর উন্নতির সাথে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা প্রসেসরের সকল উপাদানকে একটি মাত্র সিলিকন চিপের মধ্যে একীভূত করা হয় যাকে মাইক্রোপ্রসেসর বলে।
  • যুক্তরাষ্ট্রের Intel Corporation ড. টেড হফের তত্ত্বাবধানে ১৯৭১ সালে মাইক্রোপ্রসেসর তৈরি করেন।
  • বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর হলো Intel-4004.
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি