একনজরে কম্পিউটারের ইতিহাস

  • পৃথিবীর প্রথম গণনা যন্ত্র: অ্যাবাকাস
  • লগারিদমের প্রবর্তন করেন: জন নেপিয়ার
  • প্রথম যান্ত্রিক কম্পিউটার তৈরি করেন: লিবনিজ
  • কম্পিউটারের জনক: চার্লস ব্যাবেজ
  • পৃথিবীর প্রথম কম্পিউটিং মেশিনের নকশাকারী: চার্লস ব্যাবেজ
  • প্রথম কম্পিউটার প্রোগ্রামার: লেডি অ্যাডা অগাস্টা
  • কম্পিউটার বিজ্ঞানের জনক: অ্যালান টুরিং
  • প্রথম ইলেকট্রনিক/ডিজিটাল কম্পিউটার: মার্ক-১ (Mark-1)
  • কম্পিউটার তৈরি/আবিষ্কার করেন: হাওয়ার্ড এইকিন
  • প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার: এনিয়াক-১ (ENIAC-1)
  • পৃথিবীর প্রথম সংরক্ষিত প্রেগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটারের নাম: EDSAC
  • EDSAC কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য যে ধরনের মেমরী ব্যবহৃত হতো: Mercury Delay Lines
  • আধুনিক কম্পিউটারের জনক: জন ভন নিউম্যান
  • বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার: ইউনিভ্যাক-১ (UNIVAC-1)
  • ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার: TX-0
  • ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার: PDP-8
  • চিপ দিয়ে তৈরি প্রথম কম্পিউটার: B2500 এবং B3500
  • চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার: IBM System 360
  • মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি প্রথম কম্পিউটার: Altair-880
  • মাইক্রো কম্পিউটারের জনক: এইচ এডওয়ার্ড রবার্ট
  • প্রথম সুপার কম্পিউটার: CDC-6600
  • বিশ্বের প্রথম কম্পিউটার জাদুঘর: যুক্তরাষ্ট্রের আটলান্টায়
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি