কম্পিউটার
- ল্যাটিনশব্দ Computare হতে Compute শব্দটি উৎপন্ন হয়েছে যার অর্থ গণনাকরা।
- Computer অর্থ গণনাকারী যন্ত্র
- কম্পিউটারের কাজের গতি প্রকাশ করাহয় ন্যানো সেকেন্ডে। ন্যানো সেকেন্ডে বলতে বুঝায় ১০-৯ সেকেন্ড। ন্যানোসেকেন্ড হলোএক সেকেন্ডের একশত তে কোটিভাগের এক এক ভাগ।
- একটীযোগ করতে কম্পিউটারের ৫০ন্যানো সেকেন্ড সময় লাগলে, কম্পিচারটি১ সেকেন্ডে ২ কোটি যোগকরতে পারবে।
- কম্পিউটারেভুল ইনপুটের ফলে কাজের ভুল ফলাফল দেওয়াকে GIGO (Garbage In Garbage out) বলা হয়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি