The Romantic Period (1798-1832)

  • এ যুগকে বলা হয়- The Golden Age of Lyric (গীতি কবিতা)/ Age of Revolution; এ সময় ইংরেজি কবিতা তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে।
  • Slogan: Art for Art's Sake (শিল্পের জন্য শিল্প; অর্থাৎ শিল্প সৃষ্টির পেছনে কোন নৈতিক উদ্দেশ্য নেই)

Romanticism এর সংজ্ঞা : It is not only imitation but creation with the help of imagination.

  • Pioneers of Romanticism:

i) William Wordsworth

ii) S.T. Coleridge

1798 সালে তাদের প্রকাশিত Lyrical Ballads নামক কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে ইংরেজি Romantic Period এর যাত্রা শুরু হয়।

  • Romantic Age কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য:
  1. Subjectivity [কবিতায় ‘I’ (আমি) এর ব্যবহার]
  2. High Imagination
  3. চাষা-ভূষা, মুটে-মজুর, শিশু ও ভবঘুরে থেকে শুরু করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সমাজের মানুষের মুখের ভাষাকে কবিতার ভাষায় নিয়ে আসার প্রচেষ্টা।
  4. Love for nature, beauty, common people common language
  5. Supernaturalism (অতি প্রাকৃতবাদ) etc.
  • Wordsworth সহ রোমান্টিক যুগে অনেক কবি ১৭৮৯ সালে সংগঠিত ফরাসি বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
  • Wordsworth, Coleridge Robert Southey- f f Lake poets বলা হয়।
Reference: A hand book on English literature