- এ যুগকে বলা হয়- The Golden Age of Lyric (গীতি কবিতা)/ Age of Revolution; এ সময় ইংরেজি কবিতা তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে।
- Slogan: Art for Art's Sake (শিল্পের জন্য শিল্প; অর্থাৎ শিল্প সৃষ্টির পেছনে কোন নৈতিক উদ্দেশ্য নেই)
Romanticism এর সংজ্ঞা : It is not only imitation but creation with the help of imagination.
i) William Wordsworth
ii) S.T. Coleridge
1798 সালে তাদের প্রকাশিত Lyrical Ballads নামক কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে ইংরেজি Romantic Period এর যাত্রা শুরু হয়।
- Romantic Age কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য:
- Subjectivity [কবিতায় ‘I’ (আমি) এর ব্যবহার]
- High Imagination
- চাষা-ভূষা, মুটে-মজুর, শিশু ও ভবঘুরে থেকে শুরু করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সমাজের মানুষের মুখের ভাষাকে কবিতার ভাষায় নিয়ে আসার প্রচেষ্টা।
- Love for nature, beauty, common people common language
- Supernaturalism (অতি প্রাকৃতবাদ) etc.
- Wordsworth সহ রোমান্টিক যুগে অনেক কবি ১৭৮৯ সালে সংগঠিত ফরাসি বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
- Wordsworth, Coleridge Robert Southey- f f Lake poets বলা হয়।