The Middle English Period(1066-1500)

  • 1066 সালে ফ্রান্সের Norman জাতি এসে জার্মান Saxon-দেরকে পরাজিত করে England দখল করে নেয়। এ জন্য 1066-1340 সাল পর্যন্ত সময়কে Anglo Norman Period বলা হয়। এ যুগে ফরাসি ভাষা ও সংস্কৃতি জোর করে ইংরেজদের উপর চাপিয়ে দেয়া হয়।
  • 1400-1500 সাল পর্যন্ত সময়কে Barren / Dark Period বলা হয়।[যেমন: বাংলা সাহিত্যের অন্ধকার যুগ ১২০১-১৩৫০]
  • ধর্মীয় শিক্ষা সম্প্রসারণের উদ্দেশ্যে এই Anglo Norman যুগেই বিখ্যাত Oxford (১০৯৬) এবং Cambridge (১২০৯) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ।
  • এ যুগের ইংরেজ সাহিত্যিকরা ইতালীয় কবি Dante (দান্তে), Petrarch, (পেত্রার্ক)Boccaccio (বোকাচিও) প্রমুখ বিখ্যাত সাহিত্যিককে অনুসরণ করেছিলেন।
  • Roger Bacon (1214-1292) was a famous literary person of Anglo Norman Period. Opus Majus তার বিখ্যাত গ্রন্থ। (রজার বেকনকে আধুনিক বিজ্ঞানের জনকও বলা হয়)
  • এই যুগেই Miracle Play, Mystery Play, Morality Play, Interlude(গর্ভনাটিকা) প্রভৃতি নামে English Drama এর প্রচলন শুরু হয়।
Reference: A hand book on English literature