সংখ্যাবাচক শব্দ

প্র. সংখ্যাবাচক শব্দ কাকে বলে?

উ. যে শব্দ দ্বারা সংখ্যা বোঝায়, তাকে গণনা বা সংখ্যাবাচক শব্দ বলে। দূরত্ব, দৈর্ঘ্য, আয়তন, খণ্ড, তাপমাত্রা ইত্যাদি পরিমাপের ক্ষেত্রে সংখ্যাশব্দের ব্যাপক ব্যবহার হয়। 

সংখ্যাশব্দ দুই প্রকার। যথা: 

  • ক্রমবাচক 
  • পুরণবাচক।
Reference: অগ্রদূত বাংলা