পুরুষ

প্র. পুরুষ কাকে বলে?

উ. ব্যক্তি বা বস্তু নির্দেশক সর্বনামকেই ব্যাকরণে পক্ষ বা পুরুষ বলে। বিশেষ্য বা সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে ব্যাকরণে পুরুষ বলে।

প্র. পুরুষ কত প্রকার ও কী কী?

উ. পুরুষ প্রধানত তিন প্রকার। যথা:

  • উত্তম পুরুষ
  • মধ্যম পুরুষ
  • নাম পুরুষ
Reference: অগ্রদূত বাংলা