প্র. লিঙ্গ কাকে বলে?
উ. লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন। পুরুষ, স্ত্রী, জড় পদার্থ ও উভয় সম্প্রদায়ভুক্ত জাতি বোঝাতে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে লিঙ্গ বলে। বাংলা ব্যাকরণ অব্যয় পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না। বাংলা ভাষায় প্রধানত বিশেষ্য পদেরই লিঙ্গের পার্থক্য হয়। কেবল প্রাণীর মধ্যে স্ত্রী পুরুষের ভেদ রয়েছে। তৎসম পুরুষবাচক বিশেষ্য শব্দের সঙ্গে পুরুষবাচক বিশেষণ ব্যবহৃত হয় এবং স্ত্রীবাচক বিশেষ্য শব্দের সঙ্গে স্ত্রীবাচক বিশেষণ ব্যবহৃত হয়। যেমন: বিদ্বান লোক এবং বিদুষী নারী। বাংলা ভাষায় লিঙ্গ এর ক্ষেত্রে সংস্কৃতের নিয়ম মানে না। যেমন: সংস্কৃতে 'সুন্দর বালক ও সুন্দরী বালিকা। কিন্তু বাংলায় 'সুন্দর বালক ও সুন্দর বালিকা'। মেয়েটি পাগল হয়ে গেছে (পাগলি হবে না), আসমা ভয়ে অস্থির (অস্থিরা হবে না)।
লিঙ্গ চার প্রকার।যথাঃ