ণ-ত্ব বিধান

যে বিধান বা নিয়ম অনুসারে তৎসম বা সংস্কৃত শব্দে দন্ত্য 'ন' ও মূর্ধন্য 'ণ' এর সঠিক ব্যবহার নিশ্চিত করা হয় তাকে ণ-ত্ব বিধান বলে। খাঁটি বাংলা ভাষায় মূর্ধন্য ধ্বনির ব্যবহার হয় না বললেই চলে। সেজন্য খাঁটি বাংলা বা দেশি-বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় অনেক তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ অবিকৃত অবস্থায় পাওয়া যায়, সেসব শব্দে 'ণ' থাকলে তা অবিকৃত থাকে। অর্থাৎ এসব শব্দে 'ণ' এর সঠিক ব্যবহার মান্য। সুতরাং তৎসম শব্দের বানানে 'ণ' এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।

প্র. ণ-ত্ব বিধান কাকে বলে?

উ. যে বিধি অনুসারে তৎসম শব্দে 'ণ' এর ব্যবহার হয় এবং অতৎসম শব্দে 'ণ' এর ব্যবহার না হয়ে 'ন' এর ব্যবহার হয়, তাকে ণ-ত্ব বিধি বা ণ-ত্ব বিধান বলে।

Reference: অগ্রদূত বাংলা