বৈদ্যুতিক হিটারঃ
এতে চীনামাটির তৈরি একটি গোল চাকতি থাকে। চাকতির মধ্যে প্যাচানো খাঁজ কাটা থাকে। একটি নাইক্রোমের সরু লম্বা তারকে কুণ্ডলী করে এ খাঁজে বসানো থাকে। কুণ্ডলীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে তা উত্তপ্ত হয়ে লাল হয়ে যায় এবং প্রচুর তাপ বিকিরণ করে। এ তাপে রান্না বান্না করা হয়।
ফটোকপি মেশিনঃ
অধিকাংশ ফটোকপি মেশি জেরোগ্রাফি (স্থির বৈদ্যুতিক চার্জ ব্যবহার করে প্রতিকৃতি নির্মাণ) পদ্ধতিতে কাজ করে থাকে । ফটোকপি মেশিনের ভেতরে একটি ড্রাম ও একটি টোনার থাকে । প্রথমে ড্রামটিকে হতে আহিত বা চার্জিত করা হয়। চার্জিত হওয়ার পর এটি এক ধরনের আকর্ষণের মাধ্যমে টোনারের কান কণাকে আকর্ষণ করে। ফলে ফটোকপি মেশিন কোন কালো লেখার কাগজকে অবিকল কপি করে ফেলতে পারে । বর্তমানে ফটোস্ট্যাস্ট মেশিনে সেলেনিয়াম মৌলটি ব্যবহার করা হয়।
টেলিগ্রাফঃ
টেলিগ্রাফি হচ্ছে দূর দূরান্তে লিখিত বার্তা বা পত্র প্রেরণের এমন একটি পদ্ধতি যা মূল লিখিত পত্রটিকে প্রেরণ না করে সাধারণত তারের মাধ্যমে বার্তাটি পাঠিয়ে দেয়। টেলিগ্রাফ যন্ত্রের মাধ্যমে প্রেরিত মোর্স কোডে লিখিত টেলিগ্রাফি বার্তাকে টেলিগ্রাম বলা হতো। মোর্স কোড কোন ভাষার বর্ণকে কোডকে রূপান্তরের এক ধরনের পদ্ধতি। স্যামুয়েল মোর্স ১৮৪০ সালে এ কোড তৈরি করেন। মোর্স কোড কোন উপাদানের ‘সংক্ষিপ্ত এবং বা দীর্ঘ' এ দুটি আবশ্যকীয় উপাদান নিয়ে গঠিত। এতে ডট (.) কে ‘টরে’ এবং ড্যাশ (-) কে ‘টক্কা' বলে ৷