রঙধনু একটি আলোকীয় ঘটনা। এক পশলাসৃষ্টির পর আবার যখন সূর্য উঠে তখন কখনও কখনও সূর্যের বিপরীত দিকে আকাশে উজ্জ্বল ভর অর্ধবৃত্ত দেখা যায়। একে বলা হয় রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো বিজয়ের কাজ করে। রংধনুতে বর্ণালীর ৭টি রঙ থাকে। সূর্যের বিপরীতে গঠিত হয় বলে সকালে পশ্চিমাকাশে এবং বিকালে পূর্বাকাশে রংধনু দেখা যায়।