আলোর প্রকৃতি

আলোর প্রকৃতি (Nature of Light):

আলো কণা না তরঙ্গ সে বিষয়ে বিজ্ঞানীদের বিতর্কের অবসান এখনও হয় নি। এখন মনে করা হয় অবস্থা বিশেষ আলোক কণা অথবা তরঙ্গরূপে আচরণ করে। তবে কখনই একসঙ্গে কণা বা তরঙ্গ নয়। দীপ্তিমান বস্তু থেকে আলো কিভাবে আমাদের চোখে আসে তা ব্যাখ্যার জন্য বিজ্ঞানীরা এ পর্যন্ত চারটি তত্ত্ব প্রদান করেছেন। যথা-

কণাতত্ত্ব-- স্যার আইজ্যাক নিউটন

তরঙ্গ তত্ত্ব-- হাইগেন

তাড়িত চৌম্বক তত্ত্ব-- ম্যাক্সওয়েল

কোয়ান্টাম তত্ত্ব-- ম্যাক্স প্ল্যাঙ্ক

Reference: MP3 বিজ্ঞান