অধাতুর বৈশিষ্ট্যঃ
• ঘাতসহ নয় এবং অনমনীয়। ঘনত্ব ধাতুর চেয়ে অপেক্ষাকৃত কম ।
• বিদ্যুৎ সুপরিবাহী নয় । (ব্যতিক্রম - গ্রাফাইট সুপরিবাহী)
• তাপ সুপরিবাহী নয় । (ব্যতিক্রম - হাইড্রোজেন তাপ সুপরিবাহী)
• গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ধাতুর চেয়ে কম। সাধারণ তাপমাত্রায় তরল অধাতু ব্রোমিন ।
• ঋণাত্মক বিদ্যুৎধর্মী। ইলেক্ট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। (ব্যতিক্রম- ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়) উদাহরণ - হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্রিজেন, ফসফরাস, সালফার, সেলেনিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন) এবং নিষ্ক্রিয় গ্যাসসমূহ প্রভৃতি।
বহুরূপতা : প্রকৃতিতে একই মৌলের বিভিন্ন ভৌত রূপে অবস্থান করার প্রবণতাকে বহুরূপতা বলে । কার্বন (C), ফসফরাস (P), সিলিকন (Si), সালফার (S), জার্মেনিয়াম বোরন (B), টিন (Sn) ইত্যাদি মৌল বহুরূপতা প্রদর্শন করে । টিন ধাতুর তিনটি রূপভেদ যৌগ টিন, সাদা টিন এবং রম্বিক টিন আছে।