অ্যালুমিনিয়াম একটি হালকা ও মজবুত ধাতু হওয়ায় উড়োজাহাজ তৈরিতে ব্যবহৃত হয়।
ফিটকিরি (FitKiri) বা পটাশ এলামঃ এক প্রকার অর্ধস্বচ্ছ কাচ সদৃশ কঠিন পদার্থ। রাসায়নিক নাম আর্দ্র পটাসিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট [K, (SO).AI (SO), 24H, O]। পানি পরিশোধন করতে ফিটকারি ব্যবহৃত হয়। ফিটকিরি এন্টিসেপ্টিক (যেমন, সেলুনে) হিসেবে ব্যবহৃত হয়।