যৌগমূলক

দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু একত্রে সংযুক্ত হয়ে একটি পরমাণুগুচ্ছ গঠন করে যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় অপরিবর্তিত থেকে একটিমাত্র পরমাণুর ন্যায় আচরণ করে, ঐ পরমাণুগুচ্ছকে যৌগমূলক বলে। যেমন- অ্যামেনিয়াম (NH4), নাইট্রেট (NO3) সালফেট (SO4 ), নাইট্রেট প্রভৃতি। 

Reference: MP3 বিজ্ঞান