মৌল ও প্রতীক

কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত প্রকাশকে ঐ মৌলের প্রতীক বলা হয়। প্রতীকসমূহ প্রধানত মৌলের ল্যাটিন, ইংরেজি এবং দুই এক ক্ষেত্রে অন্য ভাষার নাম থেকে উদ্ভুত। যেমন: Boron এবং Zirconium নাম দুটি আরবি ভাষা থেকে এসেছে।

হাইড্রোজেন Hydrogen- H

সোডিয়াম Natrium- Na

হিলিয়াম Helium- He

কার্বন Carbon- C

পটাসিয়াম Kalium- K

জিংক Zinc- Zn

Reference: MP3 বিজ্ঞান