পারমাণবিক ভর ও আণবিক ভর

পারমাণবিক ভর ও আণবিক ভরঃ

পারমাণবিক ভর হচ্ছে একটি সরল রাশি যা একটি পরমাণু একটি কার্বন-১২ পরমাণুর ভরের ১/১২ অংশের তুলনায় কতগুণ ভারী তা প্রকাশ করে। আর আণবিক ভর হলো কোনো পদার্থের একটি অণুর ভর একটি কার্বন ১২ পরমাণুর ভরের ১/১২ অংশের যতগুণ ভারী, সে সংখ্যাকে আণবিক ভর বলা হয়। উদাহরণস্বরূপ, পানির সংকেত H2O । পানির একটি অণুতে ২টি হাইড্রোজেন ও ১টি অক্সিজেন পরমাণু বিদ্যমান ।

পানির আণবিক ভর = (হাইড্রোজেনের পারমাণবিক ভর x ২) + (অক্সিজেনের পারমাণবিক ভর x ১) = (১ × ২) + (১৬ × ১) = ২ + ১৬ = ১৮

একইভাবে, অক্সিজেনের সংকেত O2 । অক্সিজেনের একটি অণুতে ২টি অক্সিজেন পরমাণু বিদ্যমান।

অক্সিজেনের আণবিক ভর = অক্সিজেনের পারমাণবিক ভর x ২ = ১৬ × ২ = ৩২ ।

Reference: MP3 বিজ্ঞান