রাজতন্ত্রের পতন
মিশর: ১৯২২ সালে মিশর ব্রিটেনের নিকট থেকে স্বাধীনতা লাভ করে এবং দেশটিতে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৯৫২ সালে জামাল আব্দেল নাসের এর নেতৃত্বে একদল সামরিক অফিসার মিশরে বিপ্লব সংঘটিত হয় এবং এর পরিপ্রেক্ষিতে ১৯৫৩ সালে রাজতন্ত্রের অবসান হয়।
ইরান: ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের (Islamic revolution) মাধ্যমে ইরান ইসলামি প্রজাতন্ত্রে পরিণত হয়। এ বিপ্লবের নেতা ছিলেন ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। এ বিপ্লবের মাধ্যমে ইরানে পাহলাবি বংশের রাজতন্ত্রের পতন হয়। ইরানের শেষ রাজা ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলাবি।
আফগানিস্তান: ১৯৭৩ সালে আফগানিস্তান থেকে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন মুহাম্মদ জহির শাহ।
নেপাল: ১৭৬৮ সালে গোর্খা রাজা পৃথ্বী নারায়ণ শাহ নেপাল রাজ্য প্রতিষ্ঠা করেন। ১৮১৪-১৬ সালে ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানির সাথে গোর্খাদের যুদ্ধ হয়। এতে গোর্খালীরা পরাজিত হয়। যুদ্ধ শেষে ব্রিটিশ ও গোর্খারা একটি চুক্তি স্বাক্ষর করে। এতে দুদিকে লাভ হয় ব্রিটিশদের; একদিকে তারা নেপালের সম্পদের অধিকার পায়, অন্যদিকে ব্রিটিশ ইন্ডিয়া আর্মিতে দুর্ধর্ষ গোর্খাদের যুক্ত করে। ফলে উপনিবেশ স্থাপনের ঝামেলা ছাড়াই ব্রিটিশরা আপোষে সব ধরনের সুবিধা পেয়ে যায়। মূলত এই কারণেই ব্রিটিশরা নেপালকে কখনো উপনিবেশে পরিণত করেনি। ১৯৯০ সাল পর্যন্ত নেপালে নিরঙ্কুশ রাজতন্ত্র চালু ছিল। এ সময় গণঅভ্যুত্থানের মাধ্যমে সাংবিধানিক রাজতন্ত্র প্রবর্তিত হয়। চালু হয় সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। ২০০৭ নেপালের পার্লামেন্টে রাজতন্ত্রের অবসানের জন্য আইন পাস করে। ২০০৮ সালে আইনটি কার্যকর হলে নেপালের ২৪০ বছর (১৭৬৮ ২০০৮ খ্রি.) এর পুরানো রাজতন্ত্রের অবসান হয়। নেপালের শেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব (শাসনকাল: ২০০১-০৮ খ্রি.)।