দেশে দেশে রাজতন্ত্র

দেশে দেশে রাজতন্ত্র

মালয়েশিয়া: ১৩টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ফেডারেশন অব মালয়েশিয়া গঠিত। রাজ্যগুলোতে আছে সুলতান আর ফেডারেশনের জন্য আছে রাজা। সুলতানদের মধ্য থেকেই পাঁচ বছরের জন্য রাজা নির্বাচিত হন।

কম্বোডিয়া: ফ্রান্সের উপনিবেশ থেকে কম্বোডিয়ায় স্বাধীনতা আসে ১৯৫৩ সালে, প্রিন্স নরদম সিহানুকের হাত ধরে। তারপর থেকে কম্বোডিয়ায় চলতে থাকে প্রিন্স নরদম সিহানুকের শাসন। কিন্তু ১৯৭০ সালে মার্কিন মদদপুষ্ট জেনারেল লন নল সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রিন্স নরোদম সিহানুককে উৎখাত করে ক্ষমতা দখল করেন এবং রাজতন্ত্র বিলোপ করেন। সাধারণ মানুষ মার্কিন সমর্থিত সরকারকে মেনে নিতে রাজি ছিল না। ফলে ১৯৭৫ সালে খেমার রুজ গেরিলারা লন নলের সরকারকে উৎখাত করে নমপেনের ক্ষমতায় অধিষ্ঠিত হয়। খেমার রুজের নেতা ছিলেন পলপট, খিউ সাম্পান প্রমুখ। পলপট সরকার দেশটিকে 'গণতান্ত্রিক কাম্পুচিয়া' (১৯৭৫ ৭৯ খ্রি.) নাম দেয়। সংস্কার আর শুদ্ধিকরণের নামে নিজের জাতির ওপরে চালায় ভয়ঙ্কর এক হত্যাযজ্ঞ। ১৯৭৯ সালে খেমার রুজ সরকারের পতনের পর দেশটিতে মোটামুটি স্থিতিশীলতা আসে। ১৯৯৩ সালে কম্বোডিয়ায় বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয় এবং নতুন সংবিধান প্রবর্তনের মাধ্যমে রাজতন্ত্র (সাংবিধানিক) পুনঃপ্রতিষ্ঠিত হয়।

থাইল্যান্ড: থাইল্যান্ড শব্দের অর্থ 'মুক্তভূমি'। থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশীয় একমাত্র রাষ্ট্র যা যুদ্ধকালীন সময় ব্যতীত কখনও কোনো ইউরোপীয় বা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে ছিল না। ১৭৮২ খ্রিষ্টাব্দ থেকে চক্রী রাজবংশ দেশটি শাসন করছে। ১৯৩২ সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে দেশটিতে নিরঙ্কুশ রাজতন্ত্রের পরিবর্তে শাসনতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। থাইল্যান্ডের ইতিহাসে। সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজা ছিলেন রাজা ভূমিবল অতুল্যতেজ (রাজত্বকাল: ১৯৪৬-২০১৬ খ্রি.)। 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক