শ্বেতপত্র

শ্বেতপত্র (White Paper) সরকার কর্তৃক প্রকাশিত গুরুত্বপূর্ণ দলিল। সরকার বিভিন্ন বিষয় বা ইস্যুর ওপর শ্বেতপত্র প্রকাশ করতে পারে। কোনো আইন পরিবর্তন করে নতুন বিল আনার আগে এ বিষয়ে আলোচনার জন্য শ্বেতপত্র প্রকাশিত হতে পারে। সরকারি কোনো পলিসি পরিবর্তিত হলে এর কারণ ব্যাখ্যা করে সরকার শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নিতে পারে। কোনো ঘটনার উপরও সরকারি পক্ষ থেকে হোয়াইট পেপার প্রকাশিত হতে পারে।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক