রাজতন্ত্র (Monarchy)
রাজা বা রানির হাতে রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃত্ব ন্যস্ত থাকে। রাজা বা রানি সাধারণত বংশানুক্রমে বা উত্তরাধিকারসূত্রে ক্ষমতায় অধিষ্ঠিত হন।
ক) চরম বা নিরঙ্কুশ রাজতন্ত্র (Absolute Monarchy): রাজা বা রানি একাধারে রাষ্ট্র ও সরকার প্রধান। দেশে কোনো রাজনৈতিক দল থাকে না, এমনকি রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ থাকে। ব্রুনাই, ওমান, সৌদি আরব, কাতার, ভ্যাটিকান প্রভৃতি দেশে নিরঙ্কুশ রাজতন্ত্র বিদ্যমান।
খ) সীমিত বা নিয়মতান্ত্রিক বা শাসনতান্ত্রিক বা সাংবিধানিক রাজতন্ত্র (Constitutional Monarchy): রাজা (বা রানি) রাষ্ট্রপ্রধান। রাজার শাসনতান্ত্রিক তেমন কোনো ক্ষমতা থাকে না। পার্লামেন্ট বা ক্যাবিনেট শাসনকার্য পরিচালনা করে। কানাডা, যুক্তরাজ্য, ডেনমার্ক, বেলজিয়াম, লুক্সেমবার্গ, স্পেন, মরক্কো, বাহরাইন, জর্ডান, কুয়েত, ভুটান, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান প্রভৃতি দেশে শাসনতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান ।