নাগরিকদের অধিকার

নাগরিক অধিকার

১) আইনগত অধিকার

    ক) সামাজিক অধিকার

জীবন ধারণের অধিকার, সম্পত্তির অধিকার, চলাফেরা, সমাবেশ ও সমিতি করার অধিকার, ধর্ম চর্চার অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার, চিন্তা, মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতার অধিকার, ভাষা ও সংস্কৃতির অধিকার ইত্যাদি।

খ) রাজনৈতিক অধিকার

বসবাসের অধিকার, ভোট দানের অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার ইত্যাদি। কোন রাষ্ট্রে বসবাসরত বিদেশি নাগরিকগণ রাজনৈতিক অধিকার ভোগ করতেও পারে না।

গ) অর্থনৈতিক অধিকার

যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, শ্রমিকসংঘ গঠনের অধিকার ইত্যাদি।

 

২) নৈতিক অধিকার

দুর্বলের সাহায্য লাভের অধিকার ইত্যাদি ।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক