আন্তর্জাতিক সম্পর্ক

আন্তর্জাতিক সম্পর্ক

আন্তর্জাতিক সম্পর্কের ধ্রুপদি তিনটি তত্ত্ব বাস্তববাদ, উদারতাবাদ ও কাঠামোবাদ এবং তাদের নব্য প্রতিদ্বন্দ্বী তত্ত্ব নয়া বাস্তববাদ ও নয়া উদারতাবাদ সবগুলোই ঐকমত্য পোষণ করে যে, বিশ্ব ব্যবস্থা পুরোটাই নৈরাজ্যমূলক। তবে, বাস্তববাদ তত্ত্বের মূল উপাদান নৈরাজ্য (Anarchy)।

জিরোসাম গেম (Zero-Sum Game) ধারণাটির উৎপত্তি মূলত এ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর একটি শাখা 'গেম থিওরি' থেকে। জিরোসাম গেম বলতে এমন একটি অবস্থাকে বুঝানো হয় যেখানে একজনের লাভে অন্যজনের লোকসান হয়, একই সাথে দুই পক্ষই লাভ করতে পারে না। অর্থাৎ একই সাথে • দু'দলই জিততে বা হারতে পারবে না বরং এক দল জিতলে অন্য দলকে অবশ্যই হারতে হবে। এটাই জিরো সাম গেম তত্ত্বের মূল কথা। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বাস্তববাদীরা (Realist) মনে করেন পুরো পৃথিবীর সম্পদ জিরো সাম। এখানে এক বিদেশ কিছু অর্জন করলে অপর দেশকে অবশ্যই সেই অংশটুকুর লোকসান করতে হয়। তেল সম্পদ হচ্ছে এর প্রকৃষ্ট উদাহরণ। পৃথিবীতে তেল সম্পদের মজুদ নির্দিষ্ট এটিকে প্রস্তুত করা যায় না। তাই এই সম্পদ একদল পেলে অপর দলকে অবশ্যই বঞ্চিত হতে হবে।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক