নগর রাষ্ট্র

নগর রাষ্ট্র (Polis/Civitas)

'Polis' গ্রীক শব্দ। প্রাচীন গ্রীসের ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলকে নগররাষ্ট্র বলা হত। যেমন: এথেন্স এবং স্পার্টা। পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স (Civics)। সিভিক্স শব্দটি দুটি ল্যাটিন শব্দ সিভিস (Civis) এবং সিভিটাস (Civitas) থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ নাগরিক (Citizen) আর সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র (City state)। আধুনিককালেও নগররাষ্ট্রের অস্তিত্ব বিদ্যমান; যেমন- সিঙ্গাপুর। 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক