বাফার রাষ্ট্র
বাফার রাষ্ট্র হচ্ছে দুই বা ততোধিক বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যে এক বা একাধিক সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল ছোট রাষ্ট্র। মুখ্যত বাফার স্টেট দুটি শক্তিশালী রাষ্ট্রের মধ্যে সামরিক Shock Absorber হিসেবে কাজ করে। অর্থাৎ দুই শক্তিধর রাষ্ট্রের মধ্যে বাফার স্টেট থাকলে একে অপরকে সোজাসুজি আক্রমণ করতে পারে না। ভৌগোলিক অবস্থান বিবেচনায় ভারত a ও চীনের মধ্যবর্তী বাফার রাষ্ট্র নেপাল ও ভুটান। বেলজিয়াম ছিল প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে শক্তিশালী ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড এবং ব্রিটিশ সাম্রাজ্যের মাঝে বাফার রাষ্ট্র। পক্ষান্তরে দুই শক্তিশালী রাষ্ট্রের মধ্যস্থলে তাদের চেয়ে সামরিক ও অর্থনৈতিক ভাবে শক্তিশালী বৃহৎ রাষ্ট্র থাকলে তাকে বাফার রাষ্ট্র না বলে 'মিডিল কিংডম' বলা হয়।