রাষ্ট্র
রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে।
রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন মনীষীর বিখ্যাত উক্তি নিম্নরূপ-
অধ্যাপক গার্নার সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত, স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে।
অধ্যাপক বার্জেস রাষ্ট্র মানব সমাজের ক্রমবিবর্তনের ফল।
এরিস্টটল রাষ্ট্র হলো পরিবারের সম্প্রসারিত ফল।
মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন রাষ্ট্র হলো আইনানুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের একটি
জনসমষ্টি।
ব্রিটিশ দার্শনিক টিএইচ গ্রিন শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি ।