সাধারণ ঐকিক নিয়মের সাধারণ প্রশ্ন

৫টি ছাতার দাম ১০০০ টাকা হলে, ১৪টি ছাতার দাম কত?

ক. ২০০০ টাকা 

খ. ৩০০০ টাকা 

গ. ২৮০০ টাকা 

ঘ. ৪০০০ টাকা 

উত্তর: গ

সমাধান:

৫টি ছাতার দাম = ১০০০টাকা (দাম বের করতে বলেছে তাই যা বের করতে বলেছে অর্থাৎ টাকা কথাটি শেষে লেখা হয়েছে)

১টি ছাতার দাম = ১০০০/৫ টাকা (১টির দাম ৫টির থেকে কম হবে তাই ভাগ, আর ভাগের সময় বামের সংখ্যাটি নিচে বসে)

১৪টি ছাতার দাম = (১০০০ × ১৪) / ৫ টাকা (১৪টির দাম ১টির থেকে বেশী হবে, তাই গুণ করতে হবে, যে কোন পূর্ণ সংখ্যা, ভগ্নাংশের উপরের সংখ্যার সাথে গুণ করতে হয়)

১৪টি ছাতার দাম = ২৮০০ টাকা

(ব্যাখ্যা: ১৪টির দাম ১টির থেকে বেশী হবে, তাই গুণ করতে হবে, যে কোন পূর্ণ সংখ্যা, ভগ্নাংশের উপরের সংখ্যার সাথে গুণ করতে হয়)

Reference: Khairul's BASIC MATH