Proverb এর সমার্থক শব্দগুলো হচ্ছে adage, axiom, dictum, maxim, motto, saying, saw, truism ইত্যাদি।
বিগত সালে সবচেয়ে বেশি বার আসা প্রবাদগুলোঃ
A bad workman quarrels with his tools, নাচতে না জানলে উঠান বাঁকা।
A barking dog seldom bites./ Empty vessels sound much./ Great talkers are never great (good) doers, অসারের তর্জন গর্জন সার।। যত গর্জে ততবর্ষে না।/মুখে বুলি লম্বা, কাজে অষ্টরম্ভা।
A bird in hand is worth two in the bush. হস্তগত অল্পও ভালো, পরহস্তগত অধিক কিছু নয়।
A burnt child dreads/fears the fire. Once bitten twice shy, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘদেখলে ডরায়।
A cat loves fish but is loath to wet her feet (বিড়াল মাছ ভালোবাসলেও পা ভেজাতে অনিচ্ছুক), ধরি মাছ না ছুঁই পানি
A drowning man catches at a straw/Where there is life, there is hope, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ
A friend in need is a friend indeed, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
All's well that ends well. শেষ রক্ষাই রক্ষা/শেষ ভালো যার সব ভালো তার/ওস্তাদের মার শেষ রাতে।
All is fair in love and war. প্রেম ও যুদ্ধে সবইবৈধ। (হিন্দি: পেয়ার/ইসক অর জং মে সব কুছ জায়েজ হে)
A little learning is a dangerous thing, অল্প বিদ্যা ভয়ংকরী। (বি.দ্র. অল্প বিদ্যা ভয়ংকর নয়)
As you sow, so (will) you reap./Tit for tat. যেমন কর্ম, তেমন ফল। ঢিল মারলে পাটকেলটি খেতে হয়।
A stitch in time saves nine, সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।