নিচে Right form of Verb এর গুরুত্বপূর্ণ কিছু নিয়ম দেওয়া হলোঃ
1. Present Indefinite Tense এর subject যদি third person singular number হয় তাহলে verb এর শেষে s, es যোগ হবে। কিন্তু অন্য কোন tense এর ক্ষেত্রে হবে না।
2. Present Indefinite Tense এর subject যদি plural number হয় তাহলে verb এর শেষে s/es যোগ হবে না।
3. Present Indefinite Tense এর subject, third person singular number হলেও সেটি যদি negative sentence হয় তাহলে does not ব্যবহৃত হবে। তখন verb এর শেষে s/es যোগ হবেনা।
4. Past tense or future tense হলে verb এর শেষে s/es যোগ হবে না। তখন সেই tense এর structure অনুযায়ী verb বসবে।
5. Modal Auxiliary verb (যেমন: can, could, may, might, shall, should, will, would, ought to, need, dare, have to, must etc.) এর পরে verb এর present form বসে এবং verb এর সাথে কোন কিছু যোগ হয় না।
6. বাক্যটি যদি universal truth (চিরন্তন সত্য) হয়, habitual fact (অভ্যাসগত কাজ) বোঝায় তাহলে present indefinite tense হবে।
7. Sentence টি passive voice হলে এবং modal auxiliary verb (can, could, may, might, shall, should, will, would, ought to, need, dare, have to, must etc.) এর পরে be + past participle form of verb বসে।
8. Had, rather, let, would better, had better, need not, do not, does not, did not, did never, ইত্যাদি এর পর present form of verb বসে।
9. বাক্যে have/has থাকলে সেটি present perfect tense হবে।
10. Sentence এ yet, just, just now, recently, already, lately, ever ইত্যাদি থাকলে present perfect tense হবে।
11. Sentence এ yesterday, ago, long ago, last year, last week, last month, that day, day before, ইত্যাদি থাকলে past indefinite tense হবে।
12. To এর পরে সবসময় verb এর present form বসে।
13. Since বা for এর পর সময়ের উল্লেখ থাকলে সেটি present perfect continuous tense হবে।
14. If দ্বারা যুক্ত clause টি যদি present indefinite tense হয় তাহলে পরের clause টি future indefinite tense হবে।
15. With a view to/look forward to এর পর verb এর সাথে ing যোগ হবে।
16. By এর পর verb এর সাথে ing যোগ হবে।
17. For, of, in, without, with, before, after ইত্যাদি preposition এর পরে verb এর সাথে ing যোগ হয়।
18. Mind, would you mind, past, worth, could not help, cannot help এর পরে verb এর সাথে ing যোগ হয়।
19. Sentence এর শুরুতে যদি would that থাকে তাহলে subject এর পর could বসে এবং এরপর verb এর present form বসে।
20. To be/having/got থাকলে verb এর past participle form হয়।
21. ব্র্যাকেটে (be) থাকলে person, number এবং tense অনুযায়ী am/is/are/was/were/been হবে।
22. বর্তমান কালে চলছে এমন কোন কাজ বোঝালে present continuous tense হয়। (এসব ক্ষেত্রে সাধারণত at present/now/at the moment ইত্যাদি adverb ব্যবহৃত হয়।)
23. If + Present Indefinite + Future Indefinite (if যুক্ত clause টি present indefinite tense হলে পরের clause টি হবে future indefinite)
24. যদি had/if যুক্ত clause টি past indefinite tense হয় তাহলে পরের clause টি তে subject এর পর would/could/might বসে এবং verb এর present form হয়।
25. যদি had/if যুক্ত clause টি past perfect tense হয় তাহলে পরের clause টি তে subject এর পর would have/could have/might have বসে এবং verb এর past participle form হয়।
26. Wish/fancy/it is time/it is high time ইত্যাদি থাকলে verb এর past tense হবে।
27. As if/as though থাকলে were বসে।
28. Each, every, everyone, any, anyone, many a, everybody, everything, anybody, nobody, no one, nothing, anything, someone, something, one of, either, neither ইত্যাদি থাকলে verb এর singular number ব্যবহৃত হয়।
29. While এর পর verb থাকলে সেটির সাথে ing যোগ হয়। কিন্তু while এর পর subject থাকলে এর অংশটি past continuous tense হয়।
30. অনেক সময় একই স্থান, দৈর্ঘ্য বা পরিমাপ বোঝালে subject দেখতে plural মনে হলেও verb টি singular form হয়।
31. Main clause এর verb টি past tense হলে ও পরের অংশে next day, next week, next month, next year ইত্যাদি উল্লেখ থাকলে subject এর পরে should/would বসে।
32. After এর পরের এবং before এর আগের clause টি past perfect tense হবে এবং অন্য clause টি past indefinite tense হবে।
33. Passive voice এর সময় tense ও person অনুযায়ী auxiliary verb ও verb এর past participle form বসে।
34. ব্যতিক্রমগুলো ছাড়া Principle clause এর verb যদি past tense হয় তাহলে subordinate clause এর verb ও past tense হবে এবং একটি present tense হলে অন্যটিও present tense হবে।
35. বর্তমানে কোনো কাজ করা, অভ্যাসগত কর্ম অথবা চিরন্তন সত্য বোঝালে এবং সুনির্দিষ্ট সময় উল্লেখ থাকে না এমন বাক্যে যদি As always, often, usually, hardly, seldom, generally, normally, sometimes, occasionally, at times, daily, regularly, frequently, every morning/day/week/month/year/time, on holidays, on (Fridays/Sundays) ইত্যাদি থাকে তাহলে verb টির present indefinite tense এ হবে।always, often, usually, hardly, seldom, still of adverb গুলো indefinite tense ও subject principal verb এর মাঝে বসে। present indefinite tense subject টি third person singular এ থাকলে verb সাথে s বা es যুক্ত হয়। যে সকল verb এর শেষে ch, sh, ss, x, o, z ইত্যাদি থাকে তাদের সাথে es যুক্ত হয় এবং অন্যান্য ক্ষেত্রে s যুক্ত হয়।
e.g. On holidays he reads detective stories. At times he loses temper.
36: কোন Sentence এ just, just now, already, yet, never, ever, lately, recently of adverb এবং so far (= until now, এখন পর্যন্ত, এ যাবৎ), up to now (এখন পর্যন্ত), up to the present (এখন পর্যন্ত) ইত্যাদি adverbial phrase present perfect tense Just, already, never ইত্যাদি adverb গুলো present perfect tense এ auxiliary verb এবং principal verb এর মাঝে বসে।
হ্যা-বোধক-Sentence already হবে। Sub + have/has + already + past participle + object + Ext.
না-বোধক Sentence এ yet হবে। Sub + have not/has not + past participle + object + yet.
যেমনঃ He has just gone yet.
37: অতীতকালের দুটি clause যদি As/while/when দ্বারা যুক্ত হয় তাহলে তাদের একটিতে past continuous এবং অপরটিতে Past indefinite tense হয়।এক্ষেত্রে একটি চলাকালে অন্য কাজটি সংঘটিত হয়।
Structure | Example |
Past continuous + when + past indefinite | He was washing his car when I arrived |
When + past continuous + past indefinite | When they were killing the snake, I was afraid |
When + past indefinite + past continuous | When I saw him, he was cutting down a tree |
Past indefinite + when + past continuous | Neela burnt her hand when she was cooking |
Past indefinite + while + past continuous | He fell down while he was walking |