কোন কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে বোঝালে Present perfect continuous tense ব্যবহৃত হয়।
The work started in the past and it is still running is called Present perfect continuous tense.
বাংলায় চেনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে তেছ, তেছি,তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ্, ছি্, ছে্, ছে্ন, ইত্যাদি উল্লেখ থাকে এবং সাথে সময়ের উল্লেখ থাকে।
Example:
Note: Subject third person singular number or he/she/ it হলে has been বসে। I/we/you/they এবং অন্যসব subject এর ক্ষেত্রে have been বসে।
Note:
For সাধারণত একটি কাজের নির্দিষ্ট একটা সময়ের পরিমাণ বুঝাতে ব্যবহার করা হয়।
For is used to talk about a period of time: three hours, three months, twelve years, etc. For can be used with all tenses.
Since সাধারণত একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে আসা কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
Since is used to talk about a point in past time: Sunday, 6th January, Morning, etc. Since can be used only in perfect tenses.
Structure of the sentence:
Positive sentence:
Subject + have been/has been + main verb + ing + since/from/for + object.
Example:
Negative sentence:
Subject + have not/has not + been + main verb + ing + since/from/for + object.
Example:
Interrogative sentence:
Have/has + subject + been + main verb + ing + since/for (if needed) + object + ?
Example: