বর্তমানকালে বা অদূর/নিকট ভবিষ্যতে কোন কাজ চলছে/চলবে বোঝালে Present Continuous Tense ব্যবহার করতে হয়।
The present continuous tense designates an action that is being continued or going to be continued in the near future.
বাংলায় চেনার উপায়: Verb এর শেষে তেছ, তেছি , তেছেন, তেছে, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছেন, ছি ইত্যাদি থাকে।
Example:
Structure of the sentence: Verb এর present form এর সাথে ing যোগ করতে হয়।
Positive sentence:
Subject + am/is/are + main verb + ing + object
Example:
Note: ‘I’ এর পর am বসে, He/she/it এর পর is বসে। এবং subjectযদি third person singular number হয় তাহলেও subject এর পর is বসে। We/you/they এবং plural subject এর পর are বসে।
Negative sentence:
Subject + am/is/are + not + Main verb + ing + object
Example:
অর্থাৎ, am/is/are এর পর একটি not যোগ করে দিলেই negative sentence হয়ে যায়।
Interrogative sentence:
Am/is/are + subject + main verb + ing + object + ?
Example: