অতীত কালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে past perfect continuous tense হয়।
যদি দুটি কাজের কথা উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে ঘটেছিলো সেই কাজটির past perfect continuous tense হবে।
It describes an ongoing action which started in the past and continued for sometimes in the past. ‘For’ and ‘since’ are used to show the time reference, and it expresses when the action started and how long the work continued in the past.
বাংলায় চেনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, এদের যে কোন একটি উল্লেখ থাকলে সাধারনত past perfect continuous tense বোঝায়।
এক্ষেত্রে, কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে:
Example:
Structure of the sentence:
Positive sentence:
Structure 1:
Subject + had been + present form of verb + ing + object + time reference
Structure 2:
1st subject + had been + present form of verb + ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.
Example:
Negative sentence:
Subject + had not been + present form of the verb + ing + object + time reference.
Example:
Interrogative sentence:
Had + subject + been + present form of the verb + ing + object + time reference +?
Example: