Semi modal verb: Need, Dare, used to ইত্যাদি গুলো modal এবং main verb উভয়রুপে ব্যবহৃত হয়ে থাকে , একারণে এদেরকে Semi modal verb বলে। Dare,Need এর পরে not + verb এর base form বসলে অথবা interrogative sentence এ এদের পরবর্তী verb এর base form বসলে এরা তখন modal verb রুপে কাজ করে।
কারণ, Modal Verb এর ন্যায় এদের সাথে s or বা ing যুক্ত হয় না এবং এদের পরে to বসে না।
How dare you touch me (modal verb)