Indirect object (oi): বাক্যে verb এর দুটো object থাকলে ব্যক্তিবাচক object কে বলা হয় indirect object এবং বস্তুবাচক object কে বলা হয় direct object।
এক্ষেত্রে verb কে ‘কাকে (to/for whom)' দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে word পাওয়া যায় তাকে Indirect object বলে। যেমন: She gave me a book. বাক্যে me হচ্ছে (oi) |