Auxiliary Verb

Auxiliary verb: যে verb, principal verb কে Tense, voice এবং Mood গঠনে সাহায্য করে, তাকে Helping verb বা Auxiliary verb বলে।যেমনঃ
 

  • He has gone to school (Tense).
  • He was elected chairman (Voice).
  • We should obey the laws of the country.(Mood)  


ইংরেজি ব্যাকরণে Auxiliary verb এর সংখ্যা মোট ১২টি। যথা: be, have, do, can, may, shall, will, must, dare, need, used to, ought to = 12 . তবে  primary auxiliary (= be, do, have) verb এর সংখ্যা ১৪ টি | be, have, do verb গুলো principal এবং Auxiliary উভয়রূপে ব্যবহৃত হয়। বাক্যে একটিমাত্র verb হিসেবে যদি be, have, do verb গুলোর মধ্যে যেকোনো একটি verb ব্যবহৃত তবে তা principal verb হবে।
 

Be verbam, is, are, was, were, be, being, been Have Verb          have, has, had 
Modalsshall, should, will, can, could, may, mightDo Verbdo, does, did
Reference: Master English