Plural Common Noun

Plural  Common Noun: কোনো noun একের অধিক হলেই তাকে Plural Common Noun বলে। 

আবার, Adjective এর সাথে s যুক্ত হয়ে plural common noun হয় না কিন্তু The + adjective কোনো বিশেষ শ্রেণির সকলকে বোঝায় বলে একে Plural Common Noun বলে এবং এর পরবর্তী verb টি plural হয়।

The wise do not talk much. জ্ঞানীরা বেশি কথা বলেন না ।                                 [ব্যতিক্রম: The deceased- মৃত ব্যক্তি]
The poor live from hand to mouth. গরীবেরা দিন আনে দিন খায় ।                    [ব্যতিক্রম: The accused- আসামি]

Reference: Master English