Collective Noun

Collective Noun: যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। 

অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই Collective Noun বলে। যেমন: 
army (সেনাবাহিনী), audience (অডিয়েন্স-সুধী/শ্রোতামণ্ডলী), cattle (গবাদিপশুর পাল), crowd (ক্রাউড-জনতা, ভিড়), class (শ্রেণি), clergy (ক্লার্জি-যাজকমণ্ডলী), committee (কমিটি, সমিতি), group (দল, গোষ্ঠী), family (পরিবার), flock (ঝাঁক), fleet (রণতরীর বহর), jury (বিচারকমণ্ডলী), herd (পাল), majority (সংখ্যাগুরু), minority (সংখ্যালঘু), nation, mob (উচ্ছৃঙ্খল জনতা), navy (নৌবাহিনী), parliament (সংসদ), people, public (জনসাধারণ), team (দল) ইত্যাদি।

Reference: Master English