Proper Noun: Capital letter সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামকে Proper Noun বলে।
e.g. Bangladesh, Karim, Rabindranath, Dhaka, The Padma, Rome, Africa, New Year etc.
N.B. সাধারণত Proper Noun এর পূর্বে the বসে না। কিন্তু নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, দিক ইত্যাদির নাম Proper Noun হলেও এদের পূর্বে the বসে ।