Analogy এর word দুটি সমার্থক শব্দ হতে পারে। যেমনঃ
(a) Persevere: Waver
b) Impulsive: Deliberate
c) Obstinate: Accommodating
d) Irresolute: Indecisive
Ans: d
Q: দ্বিধা করা : দ্বিধা করা a) অধ্যবসায়ী হওয়া : দোদুল্যমান হওয়া b) আবেগতাড়িত : ইচ্ছাকৃত, উদ্দেশ্যপ্রণোদিত c) জেদি, একগুঁয়ে : সহযোগিতাপ্রবণ d) অস্থিরমনস্ক : অস্থিরমনস্ক, দ্বিধান্বিত। |
a) work : play
b) complement: criticize
c) articulate : express
d) add : subtract
Ans: c
a) কাজ করা: খেলা করা b) পরিপূর্ণ করা: সমালোচনা করা c) স্পষ্ট করে বলা : স্পষ্ট করে বলা d) যোগ করা : বিয়োগ করা |
a) Straighten: Bend
b) Deform: Reform
c) Harmonize: Balance
d) Observe: Blur
Ans: c
Q: বিকৃত করা : বিকৃত করা a) সোজা করা : বাঁকা করা b) গঠন পরিবর্তন করা : পুনর্গঠন করা c) ভারসাম্য আনা : ভারসাম্য আনা d) পর্যবেক্ষণ করা : বিকৃত করা। |