Preposition: যে word অথবা group of words সাধারণত noun (phrase) অথবা pronoun এর পূর্বে বসে তার সাথে বাক্যের অন্য word এর সম্পর্ক/সংযোগ স্থাপন করে এবং স্থান, অবস্থান, সময় অথবা পদ্ধতি নির্দেশ করে তাকে
preposition বলে ।
যেমনঃ in, of, off, to, by, from, after, before, since, considering, following, regarding, into, out of, outside, inside, as to, next to, ahead of, apart from, previous to, thanks to, instead of, on behalf of, in front of ইত্যাদি।
Kinds of Prepositions:
Use of Some Prepositions:
বিভক্তি | Preposition | Example |
কর্তায় প্রথমা | No preposition | Alamgir is a student (No preposition) |
কর্মে দ্বিতীয়া (কে, রে, প্রতি, দিকে) | To | We're going to town (শহরেরদিকে) on the bus. |
করণে তৃতীয়া (দ্বারা, দিয়ে, কর্তৃক) | By (doer), | The bear was killed by a man with a gun |
নিমিত্তে চতুর্থী (জন্য) | For | I am sorry for getting angry with you yesterday. |
অপাদানে পঞ্চমী( হতে, থেকে/চেয়ে | from/than | He took a handkerchief from his pocket. |
সমন্ধে ষষ্ঠী (র, এর) | Of | None of this money is mine |
অধিকরণে সপ্তমী (এ, য়, তে) | in, at | I do not drive in the fog (কুয়াশায়) / in the rain (বৃষ্টিতে) |