Derivatives

Root: ইংরেজিতে original word (শব্দের মূলরূপ) কে Root (শব্দমূল বা ধাতু) বলে। অন্যভাবে বলা যেতে পারে, অর্থের দিক দিয়ে যে word কে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় না তাকে Root বলে। যেমন: book, root, eat, space, sweet etc.

Derivatives: Root এর সাথে Prefix বা Suffix যুক্ত হয়ে অথবা Root এর মধ্যবর্তী vowel পরিবর্তিত হয়ে যে নতুন word গঠিত হয় এবং নতুনভাবে গঠিত word টি যদি পূর্বের parts of speech থেকে আলাদা হয় তবে উক্ত পরিবর্তিত word কে derivative (বুৎপত্তিগত শব্দ) বলে। 
যেমন: 

  • Sweet (adj.)+ ly (suffix)= Sweetly (adv.- derivative)
  • Book (n./v.)+ ish (suffix)= Bookish (adj.- derivative)
  • Honest (adj.)+dis (prefix) = Dishonest (adj.- derivative)

There are two types of derivatives:

  • Primary Derivatives
  • Secondary Derivatives

 

Reference: Master English