Noun : Noun শব্দটির অর্থ হচ্ছে নাম। তাই যে word দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে noun বলে।
e.g. Jahangir, Jim, Bangladesh, man, country, team, gold, honesty etc. তাই noun = naming word .
যেকোনো part of speech (noun থেকে interjection) এর নামই noun হবে। কারণ, যেকোনো নামই হচ্ছে noun
Kinds of Nouns : Noun প্রধানত দুই প্রকার। যথা:
I. Concrete Noun এবং
II. Abstract Noun
I. Concrete Noun (ইন্দ্রিয়গ্রাহ্য / বস্তুবাচক নাম) যে noun গুলোকে দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায়, যাদের ঘ্রাণ এবং স্বাদ নেয়া যায়। এদের শারীরিক আকৃতি | আছে। যেমন: boy, song, flower, milk
II. Abstract Noun (গুণবাচক /ভাববাচক নাম) যে noun গুলো দ্বারা কোনো কিছুর নিরপেক্ষ দোষ/গুণ, অবস্থা এবং কাজের নাম বোঝায়। এদের শারীরিক আকৃতি নেই । যেমন: softness, smile, wealth, silence
Noun মোট পাঁচ প্রকারে বিভক্ত। যথা: