Parts of Speech

Part অর্থ অংশ আর Speech অর্থ বাক্য। এটি হচ্ছে বাক্যের অংশ।

e.g.  A quick brown fox jumped over the lazy dogs. ( দ্রুতগামী বাদামি বর্ণের একটি শেয়াল অলস কুকুরগুলোর উপর দিয়ে লাফ দিল)।
উপরোক্ত বাক্যের প্রতিটি word অর্থ প্রদান করে বিধায় প্রত্যেকেই এক একটি parts of speech.

ইংরেজিতে parts of speechপ্রকার। যথা - 

  • Noun (বিশেষ্য), 
  • Pronoun (সর্বনাম) 
  • Adjective (বিশেষণ); 
  • Verb (ক্রিয়া);
  • Adverb (ভাব বিশেষণ), 
  • Preposition (পদান্বয়ী অব্যয়), 
  • Conjunction (সমুচ্চয়ী অব্যয়) ও
  • Interjection (আবেগসূচক অব্যয়)।
Reference: Master English