দাবা

দাবা

✓ বাংলাদেশের ৫ জন গ্রান্ড মাস্টার রয়েছে। যথা-

  • নিয়াজ মোরশেদ = ১৯৮৭ সালে
  • জিয়াউর রহমান =২০০২ সালে
  • রিফাত বিন সাত্তার =২০০৬ সালে
  • আবদুল্লাহ আল রাকিব =২০০৭ সালে
  • এনামুল হোসেন রাজীব = ২০০৮ সালে

✓ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ।

✓ বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান।

Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী