বাংলাদেশের ডাকবিভাগ

বাংলাদেশ ডাক বিভাগ

  • 'সেবাই আদর্শ' মূলমন্ত্র নিয়ে দেশ সেবায় নিয়োজিত 'বাংলাদেশ ডাক বিভাগ'।
  • ১ অক্টোবর ১৮৫৪ সালে উপমহাদেশে প্রথম ডাকটিকিট চালু হয়।
  • ২৯ জুলাই ১৯৭১ সালে মুজিবনগর সরকার বাংলাদেশে প্রথম ডাকটিকিট প্রকাশ করে। বাংলাদেশের প্রথম ডাকটিকিট-এর ডিজাইনার বিমান মল্লিক।
  • স্বাধীনতার পর প্রথম স্মারক ডাকটিকিট প্রকাশিত হয় ২১ ফেব্রুয়ারি ১৯৭২।
  • সাতজন বীরশ্রেষ্ঠের স্মরণে প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় ১৬ ডিসেম্বর ১৯৮২; ডিজাইনার ছিলেন আহমেদ এফ করিম।
  • স্বাধীনতার প্রথম ডাকটিকিটে 'শহীদ মিনারের ছবি ছিল।
  • ১৭৭৪ সালে উপমহাদেশে প্রথম (ঘোড়ার) ডাক চালু করেন শেরশাহ।
  • ১৯৭৩ সালের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (UPU) সদস্যপদ লাভ করে।
  • ১৯৮৬ সালের ২২ ডিসেম্বর থেকে বাংলাদেশের ডাক কোড ব্যবস্থা চালু হয়।
  • বাংলাদেশ ডাক বিভাগের মনোগ্রামে লেখা থাকে সেবাই আদর্শ।
  • বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নাম ডাক প্রবাহ।
  • বাংলাদেশে প্রথম ডাকঘর স্থাপন করা হয় ১৪ এপ্রিল ১৯৭১: চুয়াডাঙ্গা।
  • বাংলাদেশের একমাত্র 'পোস্টাল একাডেমি' অবস্থিত রাজশাহীতে (প্রতিষ্ঠা-১৯৮৬)।
  • ১৮ এপ্রিল ১৯৭২ সালে স্বাধীনতার পর প্রথম পোস্ট কার্ড প্রকাশ হয়।
  • বিদেশে চিঠি পাঠাতে খামের উপরে 'BY AIR MAIL' লিখতে হয়। 
  • 'ফিলাটেলি' বলতে ডাকটিকিট সংগ্রহ ও অধ্যয়ন সম্পর্কিত বিদ্যাকে বোঝায়।
  • বাংলাদেশ ডাক বিভাগের সর্বোচ্চ পদের নাম ডাইরেক্টর জেনারেল অব বাংলাদেশ পোস্ট অফিস।
  • ডাকঘরে একাউন্ট খুলে টাকা জমাদান ও উঠানোর পদ্ধতিকে বলা হয় ডাকঘর সঞ্চয় ব্যাংক।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী