রণসঙ্গীত

রণসঙ্গীত

  • "চল্ চল্ চল্, ঊর্ধ্বগগনে বাজে মাদল" গানটি বাংলাদেশের রণসঙ্গীত। গানটির সুরকার ও গীতিকার জাতীয় কাজী নজরুল ইসলাম।
  • গানটি নজরুলের সন্ধ্যা কাব্য গ্রন্থ থেকে সংকলিত। 'নতুনের গান' শিরোনামে এটি শিখা পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়। উৎসব অনুষ্ঠানে গানটির ২১ চরণ বাজানো হয়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী