বাংলা পঞ্জিকার ইতিহাস
বাংলা পঞ্জিকার ইতিহাস
- ইসলামী শাসনামলে ভারতবর্ষে হিজরী পঞ্জিকা অনুসরণ করা হত। মুঘল আমলে সম্রাট আকবর হিজরী চন্দ্র পঞ্জিকাকে রূপান্তরিত করে বাংলায় সৌর পঞ্জিকা করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
- ইরানের বিশিষ্ট বিজ্ঞানী ও জ্যোতির্বিদ ওমর ফতুল্লাহ শিরাজীকে সম্রাট আকবর বাংলার চন্দ্রপঞ্জিকা রূপান্তর করার দায়িত্ব প্রদান করেন। শিরাজীর সুপারিশক্রমে সম্রাট আকবর ৯৯২ হিজরী (১৫৮৪) এ বাংলা সৌর পঞ্জিকা প্রবর্তন করেন।
- সম্রাট আকবরের নিদের্শানুসারে তার সিংহাসনে আরোহণের দিন ৯৬৩ হিজরি (১৫৫৬ খ্রি.) থেকে বাংলা সন গণনা শুরু হয়। তিনি বাংলা সনের প্রথম মাস বৈশাখের ১ তারিখে পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) প্রবর্তন করেন।
- ড. মুহম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে বাংলা একাডেমি কর্তৃক ১৯৬৬ সালে বাংলা সন সংস্কারের উদ্যোগ নেয়া হয়।
- গ্রেগোরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বাংলা সন ১২ মাসে বিভক্ত করা হয়। গ্রেগোরিয়ান পঞ্জিকার ১৪ এপ্রিল তারিখে পহেলা বৈশাখ উদযাপিত হয়।
- বাংলা সনের প্রথম ৬ মাস ৩১ দিনে।
- গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে যে বছর অধিবর্ষ হয় সে বছর বঙ্গাব্দে ফাল্গুন মাস ৩০ দিনে হয়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী